রবিবার | ২৪ নভেম্বর, ২০২৪

জেলা প্রশাসক টি-টোয়েন্টি ক্রিকেট গোল্ডকাপে চ্যাম্পিয়ন সূর্য শিখা

প্রকাশঃ ১২ মার্চ, ২০২০ ১০:৪৯:০৫ | আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ ০৯:৩৭:১৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খগড়াছড়ি জেলা প্রশাসক টি-টোয়েন্টি ক্রিকেট গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে সূর্য শিখা ক্লাব। বৃহস্পতিবার বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রজন্ম ক্লাব বনাম সূর্যশিখা ক্লাব প্রতিদ্বন্দ্বীতা করে। সূর্যশিখা ক্লাবের ১৮৯ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রানে টুর্নামেন্টের রানার্স আপ দল হয় প্রজন্ম ক্লাব।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাবীব উল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলদের স্বাগত জানিয়ে বলেন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা যেন আগামী আরও ২ বছর ক্রিকেট টূর্ণামেন্ট চালাতে পারে সে জন্য পৃষ্টপোষকতা করবে জেলা প্রশাসন। জেলা ক্রীড়া সংস্থাকে এ জন্য ৫ লক্ষ টাকা অর্থ সহায়তা দেন তিনি। 

জেলা প্রশাসকের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা বলেন,  পার্বত্য চট্টগ্রামে পৃষ্টপোষকতার অভাবে বিভিন্ন খেলাধুলা পরিচালনা করতে হিমশিমে পড়তে হয় ক্রীড়া সংগঠকদের। এ ভাবে যদি সহযোগীতা পাওয়া যায় তবে সারাবছর এ জেলার ক্রীড়াঙ্গন সচল থাকবে। 

টূর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সূর্যশিখার ইসরাত হোসেন শুভ ও ম্যাচ সেরা খেলোয়াড হন প্রজন্ম ক্লাবের মো. ইরফান।

স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions