বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

খাগড়াছড়িতে জেলা প্রশাসক টি-টোয়েন্টি ক্রিকেট গোল্ডকাপ শুরু

প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১০:৪৩:১৯ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৩:২২:১৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা প্রশাসকের উদ্যোগে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে জেলা প্রশাসক টি-টোয়েন্টি ক্রিকেট গোল্ডকাপ।

সোমবার দুপুরে জেলা স্টেডিয়ামে টূর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক হাবীব উল্লাহ মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান , খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থার তথ্যমতে, প্রথম দিনের খেলায় পানছড়ি ও দীঘিনালা উপজেলা ক্রীড়া সংস্থার দল মুখোমুখি হয়। টূর্ণামেন্টে পানছড়ি, দীঘিনালা ও মানিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার ৩ টি দল সহ ১৬ টি দল অংশগ্রহণ করছে। ১৬ দলকে ৪ টি গ্রুপে ভাগ করে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। টূর্ণামেন্টে প্রতিদিন ২ টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রথম রাউন্ডের খেলা চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। ৯ ও ১০ মার্চ কোয়াটার ফাইনাল, ১১ মার্চ সেমি ফাইনাল এবং ১৩ মার্চ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions