শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

বান্দরবানে স্টুডেন্টস কাউন্সিল গঠন ও নির্বাচন সম্পন্ন

প্রকাশঃ ২৩ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৫২:৪৪ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ১২:০৩:১২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে রবিবার সকাল ৯টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় সারাদেশে জেলা ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস কাউন্সিল গঠন করার নির্দেশনা রয়েছে।

শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শন, বিদ্যালয়ের শিখন শিখানো কার্যক্রমে শিক্ষকমন্ডলীকে সহায়তা করা, বিদ্যালয়ে ১০০% ছাত্র ভর্তি ও ঝড়ে পড়া রোধে সহযোগিতা করা, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা। শিখন শেখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা।

স্টুডেন্টস কাউন্সিলে কার্যক্রম স্থানীয় জনসাধারণ, ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মাঝে বিপুল আগ্রহ ও উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। তারই ধারাবাহিকতায় বান্দরবানের সদর উপজেলায় বান্দরবান শহর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্টিত হয়।

এসময় স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা শিক্ষা অফিসার তাজরুল ইসলাম, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ, এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান শহর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আজাদ, সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং পাপিয়া দে, অভিভাবক কাজল কান্তি দে, নেলী রানী দে অন্যান্য অভিভাবকবৃন্দ।

স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়ন নিয়েছেন যারা দূর্জয় দে অয়ন, তাহিয়া তোহরিন, মো: ছিয়াম হোসেন, সাবরিনা শেকু উল্লাহ সাইমা ৩য় শ্রেণি, নিশাত তামান্না তানি, অনুশ্রী দে নিয়ন, মেহেরাজ সালভী, মোহনা দাশ, তানিয়া সুলতানা, আল হাসান ৪র্থ শ্রেণি, তৌফিক ওমর, আনাস আল হাসান, শাহজাদী নওরীন চৌধুরী, ইব্রাহীম খলিল ৫ম শ্রেণি।

এসময় নির্বাচন শেষে যারা নির্বাচিত হয়েছে ইব্রাহীম খলিল (১ম স্থান), আনাস আল হাসান (২য় স্থান), মোহনা দাশ (৩য় স্থান), দূর্জয় দে অয়ন (৪র্থ স্থান), শাহজাদী নওরীন চৌধুরী (৫ম স্থান), তাহিয়া তোহরিন (৬ষ্ঠ স্থান) অনুশ্রী দে নিয়ন (৭ম স্থান) । এতে নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন ইয়াসমিন আক্তার পাঁপড়ি ৫ম শ্রেণি বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions