শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

বঙ্গবন্ধু ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টে রাঙামাটি ৭ লক্ষীপুর ১

প্রকাশঃ ২৪ জানুয়ারী, ২০২০ ১২:০৯:৩৯ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০২:২৩:৪৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ যমুনা অঞ্চলের খেলা আজ বিকালে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে রাঙামাটি মারি ষ্টেডিয়ামে  রাঙামাটি বনাম লক্ষীপুর টিমের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন করেন রাঙামাটি পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আকবর হোসেন চৌধুরী, এসময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী কামাল উদ্দিন,  জেলা ফুটবল  এসোশিয়নের সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সুনীল কান্তি দে, সাধারন সম্পাদক শফিউল আজমসহ লক্ষীপুর ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

খেলায় রাঙামাটি জেলা দল ৭ গোল দেয়, বিপরীতে লক্ষীপুর জেলা দল ১ গোল দেয়।

খেলার ৩০ মিনিটির মাথায় রাঙামাটি টিম থেকে প্রথম গোল করেন ১৫ নম্বর জার্সি পরিহিত সমরজয় তংচঙ্গ্যা, রাঙামাটির ১০ নম্বর জার্সি পরিহিত মো হেলাল ৩টি গোল, ৪ নম্বর জার্সি পরিহিত বিনোদ বরণ চাকমা ১ গোল,  ১২ নম্বর জার্সি পরিহিত প্রণয় চাকমা ১ গোল এবং ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার মুন্না আসাম ১ গোল করেন।

লক্ষীপুর জেলা দলের পক্ষে একমাত্র গোলটি করেন ১৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার মোহাম্মদ হোসেন।


এর আগে কক্সবাজারের সাথে রাঙামাটির খেলায় কক্সবাজার ২ রাঙামাটি ০, আবার রাঙামাটিতে কক্সবাজার রাঙামাটির সাথে খেলায় রাঙামাটি ১ ও কক্সবাজার ০ ছিলো। আজকের খেলায় রাঙামাটি ৭ লক্ষীপুর ১ গোল করে।


স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions