শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

বান্দরবানে সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান, ছয় যানবাহনকে জরিমানা

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২০ ১১:৩৬:০০ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০২:৪২:১৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও রেজিস্ট্রেশন বিহীন গাড়ি বন্ধ করতে বান্দরবানে ছয়টি যানবাহন থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে এই জরিমানা করা হয়।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বান্দরবান শহরের বালাঘাটা রেডিও স্টেশন এলাকায় এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান, জাকির হোসাইন ও মোটরযান পরিদর্শক শাহাদাত হোসাইন চৌধুরীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান অভিযানে একটি ট্রাক, তিনটি মাহিন্দ্র টেক্সি ও দুটি মোটর সাইকেল থেকে বিভিন্ন অপরাধের জরিমানা হিসেবে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় ভ্রাম্যমান অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ যানবাহন চালকদের সর্তক করেন এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে সড়কে না নামতে ও সড়ক আইন মেনে চলতে সকলের প্রতি অনুরোধ জানান।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions