শনিবার | ০৪ মে, ২০২৪

জুরাছড়িতে পানছড়ি ভুবন জয় প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন

প্রকাশঃ ২৮ মে, ২০১৮ ০৮:৩১:৩৮ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৪:৫১:২২
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীদের মৌলিক অধিকার নিশ্চিত করণের লক্ষ্যে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সকল শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অধিকাংশ বিদ্যালয় বিহীন গ্রাম গুলোতে সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এছাড়া ইউএনডিপির স্থাপিত বেসরকারী প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয়করণের আওয়াতায় এবং সংশ্লিষ্ট শিক্ষকদের সরকারী করণের দ্রুত কাজ করছে সরকার।

সোমবার (২৮মে) জুরাছড়ি উপজেলায় পানছড়ি ভূবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের বিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবন উদ্বোধনকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা একথা বলেন।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা কোশিত চাকমা, রিসোর্স সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমাসহ ছাত্র লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি আরো বলেন, পিছিয়ে পরা জনপদে উন্নয়নের আলো পৌছে দিতে সরকার সব সময় কাজ করে যাচ্ছে। এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে  সকল স্তরের জনগনকে সহযোগীতার আহ্বান জানান।
উল্লেখ্য ভবন উদ্বোধন শেষে ২০ লক্ষ টাকা ব্যয়ে জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার নির্মাণাধীন কাজ পরির্দশন করেন। পরে সংক্ষিপ্ত ভাবে প্রাথমিক শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় মতবিনিময় করেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions