বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

পানছড়িতে অর্ধ দিবস সড়ক অবরোধ পালিত

প্রকাশঃ ১৩ জানুয়ারী, ২০২০ ০৬:৫০:১৯ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৪:০০:৩১
সিএইচটি টুডে ডট ডেস্ক। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ সদস্য পরেশ ত্রিপুরা হত্যার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার (১৩ জানুয়ারি) অর্ধদিবস সড়ক অবরোধ পালন করেছে ইউপিডিএফ।  ইউপিডএফ এর পানছড়ি ইউনিটের ডাকে আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালিত হয়।

ইউপিডিএফ’র পানছড়ি থানা ইউনিটের সংগঠক রূপায়ন চাকমা অবরোধ কর্মসূচি সফল করায় উপজেলার সকল যান বাহন মালিক, চালক-শ্রমিকসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণকে অধিকার বঞ্চিত রাখতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে জনগণের ন্যায্য অধিকারের জন্য আন্দোলনকারী সংগঠন ইউপিডিএফের ওপর অন্যায় দমন পীড়ন ও নেতা-কর্মীদের বিচার বহির্ভুতভাবে হত্যা করা হচ্ছে। সরকারের এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

তিনি অবিলম্বে পরেশ ত্রিপুরা হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions