বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪
খাগড়াছড়িতে

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব বর্ষের ক্ষণ গণনা উপলক্ষে প্রেস ব্রিফিং

প্রকাশঃ ০৯ জানুয়ারী, ২০২০ ০৭:২০:০৫ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ১১:৫০:০৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি।  জাতীর পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং করা  হয়েছে।

বৃহস্প্রতিবার দুপরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস জানান,দিনটিকে স্মরনীয় করে রাখতে জেলা সদরে দুটি ও অপর ৮ উপজেলার উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে। এ সব অনুষ্ঠান সাধারন মানুষের উপস্থিতির কথা চিন্তা করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুপ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার।

অনুষ্ঠানে জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions