বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪
খাগড়াছড়ি জেলায় শিল্পকলা একাডেমির উদ্যেগে নজরুল জয়ন্তী উদযাপন

নজরুলের চেতনা তরুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান

প্রকাশঃ ২৫ মে, ২০১৮ ০১:১৭:৩৬ | আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৪ ১১:১৫:০০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। গান, কবিতা আবৃতি, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে  উদ্যাপিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯ তম জন্মবার্ষিকী। খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায়  জেলা শিল্পকলা একাডেমি আজ শুক্রবার  সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে।  অনুষ্ঠানে বক্তারা  নজরুলের চিন্তাচেতনা তরুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকরা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম । জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ^র ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এম এম সালাহ উদ্দিন ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শানে আলম। অনুষ্ঠানে জাতীয় জাগরনে নজরূল শীর্ষক প্রবন্ধ পাঠ ও স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সাংবাদিক জীতেন বড়–য়া ।আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিল্পী মোঃ আবুল কাসেম ।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম,বলেন, কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনার কবি ছিলেন। বর্তমান সময়ে এই চেতনায় উজ্জীবিত হওয়া খুবই প্রয়োজন। কাজী নজরুল ইসলামের চেতনায় উদ্বুদ্ব হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।তিনি আরো বলেন, প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় বাংলাদেশকে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। নজরুলের চিন্তা চেতনা তরুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। 

আলোচণা সভা শেষে  শিল্পকলা একাডেমীর মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, গজল ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন  একাডেমীর শিক্ষার্থীরা ।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions