মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪
খাগড়াছড়িতে সদর পৌর বিএনপির সম্মেলন: সভাপতি-জহির আহম্মদ,সম্পাদক মিলন

বিএনপির নেতৃত্বেই উদ্ধার হবে গণতন্ত্র

প্রকাশঃ ০৫ নভেম্বর, ২০১৯ ১০:৪৪:২৩ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৬:৪৭:১৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির “সদর পৌর কমিটির সম্মেলন ২০১৯” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রীয় বিএনপির নেতা সাদেক হোসেন খোকার মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।   

পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ: রব রাজার সভাপতিত্বে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সি: সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। এতে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউছুপ চৌধুরী,সাধারন সম্পাদক এম এন আবছার, জেলা যুবদল সভাপতি মাহবুব আলম সবুজ, স্বেচ্ছাসেবক দল সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।

এতে প্রধান অতিথি বলেন, বিএনপির নেতৃত্বেই এদেশে উদ্ধার হবে গণতন্ত্র। তাই শক্তিশালী সংগঠনিক কার্যক্রমের মাধ্যমেই অবৈধ দখলদার সরকার পতনে খাগড়াছড়ি থেকেই আন্দোলনের সকলকে স্বোচ্ছার হতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।     

আয়োজিত সম্মেলনে এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাষ্টার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,বেলাল হোসেন,মুসলিম উদ্দিন,যুগ্ম সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু,সাংগঠনিক সম্পাদক আবু তালেব,কোষাধ্যক্ষ মফিজুর রহমান, ছাত্রদল সভাপতি শাহেদ হোসেন সুমনসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।  

সম্মেলনে জহির আহম্মদকে সভাপতি, আহসান উল্যাহ মিলনকে সাধারন সম্পাদকসহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। পরে নব নির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।  

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions