বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

আলীকদম থেকে পাথর ও পাথরের কোয়ারী জব্দ

প্রকাশঃ ০৪ নভেম্বর, ২০১৯ ০৪:৫৬:৩৭ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৫:৪৮:১৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের আলীকদম উপজেলার আবাসিক এলাকা থেকে পাথর ও  পাথরের কোয়ারী জব্দ করেছেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সায়েদ ইকবাল।

রোববার (৩ নভেম্বর) বিকালে এই অভিযান পরিচালনা করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সায়েদ ইকবাল।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদ ইকবাল জানান, অভিযান চালিয়ে ১১ হাজার ঘনফুট পাথর ও কোয়ারী করা পাথর জব্দ করা হয়েছে,তবে ঘটনাস্থলে কাউকে আটক করা  যায়নি বলে তিনি জানান।

এদিকে ইউপি সদস্য মোঃআলী হোসেন, স্থানীয় বাসিন্দা ও পাথর ভাঙ্গায় নিয়োজিত শ্রমিকরা জানায়,অভিযান পরিচালনার আধা ঘণ্টা আগে পাথর ভাঙ্গা মেশিন ও পাথর ভাঙ্গাসহ সবাই পালিয়ে যায় এবং জব্দকৃত পাথর কামরুলের বলে জানান।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions