বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরে নৌকার পরাজয়, সোনাইছড়ি ও ঘুমধুমে জয়

প্রকাশঃ ১৪ অক্টোবর, ২০১৯ ০৪:০৫:৩১ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১০:১৩:৪৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে বেসরকারি ফলাফলে এক ইউনিয়নে নৌকা প্রার্থীর পরাজয় হয়েছে। বিপুল ভোটে জয় পেয়েছে দুটিতে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল আবছার। তিনি পেয়েছেন ৪হাজার ৩২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিকের প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৮২৪ ভোট।

সোনাইছড়ি ইউনিয়নে ২ হাজার ৪২ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ্যানিং মারমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাহান মার্মা পেয়েছেন ৮৫৬ভোট।

ঘুমধুম ইউনিয়নে ৮৪৪ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী একেএম জাহাঙ্গীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্র প্রার্থী রশিদ আহমদ।

এদিকে উপজেলা রির্টানিং অফিসার আবু জাফর মো: ছালেহ জানান- কেন্দ্রের ভিতরে কোন বিশৃঙ্খলা হয়নি। তাই কেন্দ্রের ফলাফল যথারীতি গণনা করা হয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions