শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
সবুজ চা পাতা প্রক্রিয়াজাতকরণের সুবিধার্থে আধুনিক চা কারখানা’র উদ্বোধন

বান্দরবানের উৎপাদিত চা সার ও কীটনাশক মুক্ত চা হবে : চা বোর্ড চেয়ারম্যান

প্রকাশঃ ০১ অক্টোবর, ২০১৯ ১০:৫৬:২৩ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০২:১৪:৩১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।  চা বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল মো: জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি বলেন, বান্দরবানের চা অর্গানিক চা এর ব্র্যান্ডিং হিসেবে সারাদেশের চাহিদা পুরণ করে বিদেশেও রপ্তানী করা সম্ভব হবে। সার ও কিটনাশক মুক্ত উন্নত জাতের চা সারা বিশ্বে ভাল কদর আছে। তাই অর্গানিক চা হিসেবে বান্দরবানের চা একটি ব্র্যান্ডিং।

তিনি আরো বলেন, এই চা কারখানা স্থাপনের ফলে বান্দরবানের চা শিল্পের বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। চাষিরাও তাদের ন্যার্য্য মুল্য নিশ্চিত করতে পরবেন। চা চাষের লক্ষ্যমাত্রা অর্জণে সকল পর্যায়ের ক্ষুদ্র চা চাষীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

চা বোর্ডের সচিব কুল প্রদীপ চাকমা’র সভাপতিত্বে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোহাম্মদ শাহিদুল এমরান পিএসসি, বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জহিরুল ইসলাম খান, চা বোর্ডের সদস্য ইরফান শরিফ, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক ড. এ কে এম নাজমুল হক, বান্দরবান চা বোর্ডের প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ মোঃ আমীর হোসেন, বান্দরবান চা বাগান মালিক সমিতির সভাপতি মংক্য চিং চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীসহ চা বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চা চাষীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সদর উপজেলার সুয়ালক এলাকায়  ৪ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে স্থাপিত বান্দরবানে প্রথম চা কারখানার উদ্বোধনী করা হয়। চা বোর্ড সূত্রে জানা যায়, এই কারখানায় প্রতি ঘন্টায় ১৮০ থেকে ২০০ কেজি চা উৎপাদন করা সম্ভব। কাচাঁমাল সরবরাহের উপর নির্ভর করে প্রতিদিন কতঘন্টা মিল চালু থাকবে তার উপর নির্ভর করে উৎপাদন হবে। বান্দরবানে ৩’শ হেক্টর জমিতে চা চাষের উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও বর্তমানে মাত্র ৭০ হেক্টর জমিতে চায়ের আবাদ হচ্ছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions