বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪
ফলোআপ...

খাগড়াছড়িতে গৃহবধূ হত্যা সন্দেহে ৩ যুবক আটক

প্রকাশঃ ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৪১:৩১ | আপডেটঃ ১৬ মার্চ, ২০২৪ ০২:৩৭:৪৯

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে গৃহবধূ প্রীতি রাণী ত্রিপুরাকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ গত রোববার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটককৃতরা হলো, খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কলোনীপাড়ার বাহার মিয়ার ছেলে আসাদুল ইসলাম রাসেল (২২), সাঁওতালপাড়ার তাঁরা মিয়ার ছেলে আল আমিন (১৯) এবং দমদম এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে কামাল হোসেন (২৩)

 

গত রোববার রাতেই খাগড়াছড়ির জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দিনের রিমান্ড আবেদন করে বিচারক রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আসাদুল ইসলাম রাসেলের দুইদিন বাকী দুইজনের একদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন

 

মামলার তদন্তকারী কর্মকর্তা খাগড়াছড়ি সদর থানার ওসি তদন্ত মো. গোলাম আফছার জানান, নিহত গৃহবধূ প্রীতি রাণী ত্রিপুরার মুঠোফোনের কথোপকথনের সূত্র ধরে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করা হবে

 

খাগড়াছড়ি সদরের ৩নং মাইল এলাকার সড়কে পাশ থেকে ২৩ সেপ্টেম্বর সকালে পুলিশ গৃহবধূ প্রীতি রাণী ত্রিপুরার মরদেহ উদ্ধার করে পুলিশ এরআগে, ১৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল প্রীতি রাণী এঘটনায় ২২ সেপ্টেম্বর সদর থানায় সাধারণ ডায়েরী করে স্বামী হরি শংকর ত্রিপুরা নিহতের মরদেহ উদ্ধারের পর হরি শংকর ত্রিপুরা অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions