শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

দীঘিনালায় ইউপিডিএফ কর্মী নিহতের ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

প্রকাশঃ ০৪ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:০০:২২ | আপডেটঃ ১৫ মার্চ, ২০২৪ ০৫:৪৭:০০
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। গত ২৬ আগষ্ট দীঘিনালায় ইউপিডিএফ সদস্য ভুজেন্দ্র, নবীন ও রুচিল চাকমা নিরাপত্তাবাহিনীর সাথে গোলাগুলিতে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ বুধবার, ৪ সেপ্টেম্বর ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি সদর ইউনিটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলা এলাকায় আজ দুপুরে মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক লিটন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক নিতু চাকমা।

নিতু চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত জনগণের অধিকার আদায়ের ন্যায়সঙ্গত আন্দোলন বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে ইউপিডিএফ-এর ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে দীঘিনালায় তিন সদস্যকে গ্রেফতারের কয়েক ঘন্টা পর ‘গোলাগুলির’ নাটক সাজিয়ে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে।

সরকার খুনের আশ্রয় নিয়ে ইউপিডএফ-এর নেতৃত্বে পরিচালিত গণআন্দোলন দমনে অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions