শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
খাগড়াছড়িতে পুলিশের সচেতনতামূলক কার্যক্রম

স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে: অতিরিক্ত ডিআইজি

প্রকাশঃ ০৬ অগাস্ট, ২০১৯ ০৪:১৬:৪৯ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৪:০৬:৪৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে জঙ্গি, মাদক, ডেঙ্গু ও গুজব রোধকল্পে সচেতনতামূলক র‌্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে টাউন হল প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র‌্যালী বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মুক্তমঞ্চে সভা অনুষ্ঠিত হয়।

সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ।

বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে সকলকে সোচ্ছার হয়ে জঙ্গিবাদ, মাদক ও গুজব রোধকল্পে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করার আহ্বান জানান।

খাগড়াছড়ির পুলিশ সুপার আহমার উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত উপস্থিত ছিলেন।  

সভা শেষে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন তথ্য সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions