শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

বান্দরবানে অবৈধ পাথর উত্তোলন ও পরিবহন বন্ধের নির্দেশ দিলেন জেলা প্রশাসক

প্রকাশঃ ২২ জুনe, ২০১৯ ১১:৩৬:৩২ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ০৪:২০:১৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের ৭টি উপজেলার ঝিড়ি,ঝর্ণা, ছড়া,খাল ও পাহাড় থেকে অবাধে অবৈধ পাথর উত্তোলন করার ফলে উপজেলাগুলোর বিভিন্ন এলাকায় জলধার শুকিয়ে পানির সংকট দেখা দেওয়ার কারনে স্থানীয় ও পরিবেশবাদীদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে অবৈধ পাথর উত্তোলন ও পরিবহণ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করলেন বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার ঝিড়ি,ঝর্ণা, ছড়া,খাল থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন ও পরিবহন করছে মর্মে বিভিন্ন সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে। গত ৯জুন জেলার আইনশৃংখলা কমিটির সভায় এই সংক্রান্ত আলোচনা হয়েছে।

এমতাবস্থায় বান্দরবানের ঝিড়ি,ঝর্ণা, ছড়া,খাল অবৈধ পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করে বিভিন্ন দপ্তরে চিঠি দেয়া হয়। গত ৯জুন জেলা প্রশাসনের এক স্বারক মূলে এই ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপার, বিভাগীয় বন কর্মকর্তা, জেলার ৭ উপজেলার নির্বাহী কর্মকর্তা,সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর এর কর্মকর্তাকে পত্র পাঠানো হয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions