শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

খাগড়াছড়িতে মাদক ব্যবসায় জড়িত সন্দেহে এক এসআই ক্লোজড, আটক ১

প্রকাশঃ ১০ জুনe, ২০১৯ ০১:২৪:৫৭ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ১২:৩৩:০১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে মাদক ব্যবসায় জড়িত সন্দেহে এক এসআইকে ক্লোজড করে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদরের মুসলিমপাড়ায় জনতার হাতে ৫০ পিস ইয়াবা সহ আটক হওয়া এক মাদক ব্যবসায়ীর তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি সদর সার্কেল থেকে এসআই সাইদুর রহমানকে ক্লোজড করা হয়। ইয়াবা সহ আটক মাদক ব্যবসায়ী অর্জুন বসাক জেলা সদরের সিঙ্গিনালা এলাকার দুলাল বসাকের ছেলে।

খাগড়াছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: শাহ আলম জানান, দীর্ঘদিন ধরে মুসলিমপাড়া এলাকার ভাড়া বাসা থেকে এক পুলিশ কর্মকর্তা মাদক ব্যবসা করছে বলে স্থানীয়রা অভিযোগ করে। সোমবার বিকেলে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে স্থানীয়রা আটকের পর এসআই সাইদুরের নাম বেরিয়ে আসে। এরপর পুলিশকে জানানোর পর পুলিশ এসে দুইজনকে থানায় নিয়ে যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, মাদক সহ আটক যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে খাগড়াছড়ি সদর সার্কেলের এসআই সাইদুর রহমানকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

খাগড়াছড়ি সদর সার্কেলের এএসপি রওনক আনম বলেন, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ উঠায় তাকে ক্লোজড করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষে ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions