বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

রাঙামাটিতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত ৫, আহত ৮ (ভিডিওসহ)

প্রকাশঃ ০৪ মে, ২০১৮ ০৬:২২:৩৩ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৪:১৫:১০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। সন্ত্রাসীদের গুলিতে গতকাল বৃহস্পতিবার নিহত রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমার দাহক্রিয়া অনুষ্ঠানে যাওয়ার পথে জনসংহতি সমিতির নেতাকর্মীদের বহনকারী গাড়ি বহরে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে চালকসহ ৫ জন নিহত ও ৮জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

শুক্রবার বেলা ১২টার দিকে খাগড়াছড়ির মহালছড়ি থেকে নানিয়ারচর যাওয়ার পথে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের নানিয়ারচর উপজেলার বেতছড়ি ফরেষ্ট টিলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জনসংহতি সমিতি।


নিহতদের মধ্যে মাইক্রো চালক মো: সজিবের নাম পাওয়া গেলেও অন্যান্যদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি।জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপের রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভূরঞ্জন চাকমা গুলিবর্ষণের জন্য প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ি করেছেন। তিনি বলেন, শক্তিমান চাকমার দাহক্রিয়া অনুষ্ঠানে যাওয়ার পথে বেতছড়ি ফরেস্ট টিলা এলাকায় ইউপিডিএফর সন্ত্রাসীরা গাড়ি বহরে গুলিবর্ষণ করে। এতে চালক মো: সজিব সহ ৫ জন নিহত ও ৮জন গুলিবিদ্ধ হয়ে খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন।

খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: নয়নময় ত্রিপুরা বলেন, আহতদের মধ্যে ৪ জনকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।  

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions