মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

বান্দরবানে অপহরনের ৭২ ঘন্টা পর আ’লীগ নেতা চথোয়াই মং এর লাশ উদ্ধার

প্রকাশঃ ২৫ মে, ২০১৯ ০৬:১৬:৩৫ | আপডেটঃ ১৪ মার্চ, ২০২৪ ০৮:৪৫:২১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। অপহরণের ৭২ ঘন্টা পর আওয়ামী লীগ নেতা চথোয়াই মং মারমা (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) সকালে খামারবাড়ি থেকে প্রায় ২কি.মি. দূরে কুহালং ইউনিয়নের জর্দানপাড়া গহীন অরণ্যে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

সাবেক পৌর কাউন্সিলর নিহত আওয়ামী লীগ নেতা চথোয়াই মং বান্দরবান পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত মংমং মারমার ছেলে।
বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর জানান, চথোয়াই মং মারমা গত বুধবার (২২ মে) রাতে উজি হেডম্যানপাড়ায় নিজ খামার বাড়ি থেকে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অপহৃত হন। শনিবার (২৫ মে) সকালে খামারবাড়ি থেকে প্রায় ২ কি.মি. দূরে কুহালং ইউনিয়নের জর্দানপাড়া গহীন অরণ্যে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে বান্দরবান থানা পুলিশ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions