বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪
চার দিনব্যাপী

বান্দরবানে ১৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে বর্ষবরণের উৎসব মহা সাংগ্রাই পোয়ে

প্রকাশঃ ০৬ এপ্রিল, ২০১৯ ০৮:০৪:০৩ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ০৪:০৬:২৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য জেলা বান্দরবানে আগামী ১৩ এপ্রিল থকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বর্ষবরণের উৎসব সাংগ্রাই পোয়ে। চার দিনব্যাপী এ উৎসবে আয়োজন করা হয়েছে মঙ্গল শোভাযাত্রা, বয়োজ্যেষ্ঠ পূজা, বুদ্ধমূর্তি স্নান, পিঠা তৈরি উৎসব, ঐতিহ্যবাহী খেলাধুলা, তৈলাক্ত বাঁশ আহরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মৈত্রী পানি বর্ষণ।

শনিবার দুপুরে স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদ।সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানকে উৎসবমুখর করতে মারমা ছাড়াও  ক্ষুদ্র নৃগোষ্টির জাতিগোষ্ঠী অংশ নেবে।

শহরে রাজার মাঠে মারমাদের এই বর্ষবরণ উৎসবে প্রধান অতিথি থাকার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions