বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

বান্দরবানে গৃহবধূ মর্জিনা বেগম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

প্রকাশঃ ১৩ মার্চ, ২০১৯ ০৬:৫৬:৫৫ | আপডেটঃ ০৭ এপ্রিল, ২০২৪ ০৯:২৬:১২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান শহরের বনরুপা এলাকার বাসিন্দা গৃহবধূ মর্জিনা বেগম হত্যার প্ররোচণাকারী জেলার রুমা উপজেলার সোনালী ব্যাংকের ক্যাশিয়ার স্বামী ওমর ফারুকের বিচারের দাবীতে মানববন্ধন করেছে নিহতের পরিবারসহ স্থানীয় এলাকাবাসী।

বুধবার সকালে বান্দরবান জেলা শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এই মানববন্ধন করা হয়। এসময় মর্জিনা বেগমের পিতা কামাল হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা হত্যাকান্ডের সঠিক তদন্ত পূর্বক হত্যার প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
প্রসঙ্গত গত ২৩ ফেব্রুয়ারি রাতে জেলা শহরের নিউগুলশানের ভাড়া বাসা থেকে মর্জিনা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পরে এই ব্যাপারে বান্দরবান সদর থানায় মর্জিনা বেগমের পিতা বাদী হয়ে তিনজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions