শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

মামলার পর সংবাদ সরিয়ে নিল “সিএইচটি নিউজ”

প্রকাশঃ ০৬ ফেব্রুয়ারী, ২০১৯ ০৩:৪৭:২৩ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৯:০১:০৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে জড়িয়ে সিএইচটি নিউজ ডটকম কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের কয়েক ঘন্টার মধ্যে প্রকাশিত সংবাদ সরিয়ে ফেলা হয়েছে। বুধবার বিকেলে খাগড়াছড়ি সদর থানায় জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করেন।

এরআগে, গত ৫ ফেব্রুয়ারী দুপুরে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার উদ্ধৃতি ব্যবহার করে “আর্মিরাই জুম্ম রাজাকারদের ব্যবহার করছে: কুজেন্দ্র লাল ত্রিপুরা” শিরোনামে সিএইচটি নিউজ ডটকম-এ সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদের প্রতিবাদে বুধবার(৬ ফেব্রুয়ারী) সংবাদ সম্মেলন করে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন এবং সেনাবাহিনী ও আওয়ামীলীগের বিরুদ্ধে ইউপিডিএফ’র অপপ্রচারের অংশ হিসেবে দাবি করা হয়।

প্রসঙ্গত, সিএইচটি ডটকম পোর্টালটি পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র মুখপাত্র হিসেবে পরিচিত। তবে এটির সাথে কারা সম্পৃক্ত সে বিষয়ে কারো কাছে কোন তথ্য নেই।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions