বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

বান্দরবানে ফায়ার সার্ভিস কর্মীদের সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০১৮ ১২:১৪:৫৩ | আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৪ ০৮:২৪:১৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে কর্মরত ফায়ার সার্ভিস কর্মী ও সেচ্ছাসেবকদের সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে । বান্দরবান ফায়ার সার্ভিস কার্যালয়ে এই সমন্বয় সভা অনুষ্টিত হয়। বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো: ফরহাদ উদ্দীনের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: কামাল উদ্দীন ভূঁইয়া।

এসময় বেসরকারি উন্নয়ন সংস্থার ডি আর আর এন্ড ওয়াশ কর্মকর্তা প্রিয়াংকা নাগ সহ ফায়ার সার্ভিস কর্মী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা তাদের নিজের জীবনের মায়া ত্যাগ করে বিভিন্ন জনগণের  দু:খে ঝাপিড়ে পড়ে মানুষকে বাঁচানোর জন্য। মানব সেবার জন্য তারা নিজের জীবন অকাতরে বিলিয়ে দেয়। তাই তার জন্য প্রতিদিনই নতুন নতুন কৌশল অবলম্বন করতে হয় তাদের।
এসময় বক্তারা সুস্থ ও সুন্দর জীবন গঠনের জন্য সকলকে সচেতন থাকার আহবান জানান এবং যে কোন বিপদে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তা গ্রহণের জন্য অনুরোধ জানান।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions