বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

পূবালী ব্যাংক খাগড়াছড়ি শাখার দ্বারোদঘাটন

প্রকাশঃ ০৯ ডিসেম্বর, ২০১৮ ০১:০৪:১৭ | আপডেটঃ ২৭ মার্চ, ২০২৪ ০৫:১৪:৪২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পূবালী ব্যাংক লিমিটেড খাগড়াছড়ি শাখার স্থানান্তরিত নতুন ভবনের আনুষ্ঠানিক শুভ দ্বারোদঘাটন করা হয়েছে। রোববার ৯ ডিসেম্বর সকাল ১১ টায় জেলা শহরের সেলিম ট্রেড সেন্টারে পূবালী ব্যাংক খাগড়াছড়ি শাখার আনুষ্ঠানিকভাবে দ্বারোদঘাটন করা হয়।

পূবালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম দক্ষিন অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো: আনিসুর রহমানের সভাপতিত্বে দ্বারোদঘাটন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি পূবালী ব্যাংক ব্যবস্থাপক মোঃ শাহেদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আখ্তার হামিদ খান। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান,খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান মঞ্জুরুল ইসলাম মজুমদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আগ্রাবাদ কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক আবদুর রহিম, সেলিম ট্রেড সেন্টারের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী এস অনন্ত বিকাশ ত্রিপুরা, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, ব্যবসায়ী শিবু শংকর দেব, মো: আলম, চন্দন দে, শানে আলম প্রমুখ ।

পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আখ্তার হামিদ খান বলেন, পূবালী ব্যাংক ব্যাংক দেশীয় ব্যাংক। নিজস্ব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের সেবা দেয়ার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। পার্বত্য অঞ্চলের সম্ভাবনার কথা বিবেচনায় রেখে পূবালী ব্যাংক আগামী দিনে বাস্তব সম্মত সেবার উদ্যো গ্রহন করবে। পূবালী ব্যাংক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও কাজ করে যাচ্ছে। এলাকা ভিত্তিক উন্নয়নে দেশের স্বার্থে কাজ করাসহ গুরুত্বপূর্ণ সেক্টরে যুক্ত হয়ে পূবালী ব্যাংক দেশ ও জনগণকে সেবা দিতে অঙ্গিকারবদ্ধ।  

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions