বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

বান্দরবানের গৌতম বিহারে ১৮তম দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত

প্রকাশঃ ১৪ নভেম্বর, ২০১৮ ০৬:৩৮:১০ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ০৯:৩৭:৩৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান সদরের কালাঘাটা গৌতম বিহারে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদ্যাপন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী বান্দরবান জেলা সদরের পৌর এলাকার ৩নং ওয়ার্ড বড়–য়ার টেক সংলগ্ন আম্রকানন বৌদ্ধ পল্লী গৌতম বিহারে ১৮তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব বিহার পরিচালনা কমিটির আয়োজনে এই কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়।

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে সকালে প্রথমেই জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন ও মঙ্গলসুত্র পাঠ এর মাধ্যমে পূজনীয় ভিক্ষুসংঘের পিন্ডাচরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়, এর পরপরই পঞ্চশীল প্রার্থনা, সদ্ধর্ম দেশনা, অষ্ট পরিষ্কারদান, মহাসংঘদান ও ধর্মসভা অনুষ্টিত হয়।

১ম পর্বে সকালে অষ্টপরিষ্কারদান, মহাসংঘদান ও ধর্মসভায় উপস্থিত থেকে ধর্মদেশনা প্রদান করেন উজানী পাড়া মহা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ চাইন্দাওয়ারা মহাথের, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উদয়ন জ্যোতি মহাথের, ভদন্ত ইদ্দিপ্রঞঞা থের, ভদন্ত শ্রীমৎ দীপঙ্কর থের, আম্রকানন বৌদ্ধ পল্লী গৌতম বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘপ্রিয় মহাথের, শ্রীমৎ ধর্মতিলক স্থবির, উঃ তেজপ্রিয় মহাস্থবির, ভদন্ত সত্যজিত থের, উঃ কুন্ডাঞা থের সহ প্রমূখ।

এসময় ২য় পর্বে বিকালে টাইগার পাড়া রতœপ্রিয় বিদর্শনা ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক সংঘ মনীষা বিদর্শনাচার্য ভদন্ত রতœপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে দানোৎসব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মিনী মেহ্লাপ্রু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পৌরসভার প্যানেল মেয়র দিলীপ কুমার বড়–য়া, ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, পৌর মহিলা কাউন্সিলর উজলা তঞ্চঙ্গ্যা, কালাঘাটা গৌতম বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা প্রভাত কুমার বড়–য়া, কারবারী অনিল বড়–য়া, সভাপতি শ্যামল বড়–য়া, সাধারণ সম্পাদক সুমন বড়–য়া, সমন্বয়কারী টিটু বড়–য়া, সাবেক সাধারণ সম্পাদক প্রকৃতি বড়–য়া, অজয় বড়–য়া, আনন্দ বড়–য়া, মনোরঞ্জন বড়–য়া, সাংগঠনিক সম্পাদক সুলাল বড়–য়া, সুদুল বড়–য়া সহ বিহারের সকল দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাবৃন্দরা।

প্রধান অতিথি বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মিনী মেহ্লাপ্রু বলেন, গৌতম বুদ্ধের অহিংস বাণী আমাদের সকলের বুকে ধারণ করে আমাদের সমাজ উন্নয়নে কাজ করতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুষ্ঠ রাজনীতি আর সরকার পরিচালনার দক্ষতার কারণে আজ সকল সম্প্রদায়ের জনসাধারণ নিজ নিজ ধর্ম পালন করতে পারছে। আর সকলের আন্তরিকতার কারণে বৌদ্ধ ধর্মালম্বীরা মহাসমারোহে পালন করছে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠান।

সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও সমাবেত প্রার্থনা, ফানুস উত্তোলন, ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বান্দরবান কালাঘাটা গৌতম বিহারের এই দিনব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের সমাপ্তি ঘটে।
.

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions