মঙ্গলবার | ২৪ ডিসেম্বর, ২০২৪

চম্পকনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জীবন ইয়ুথ ফাউন্ডেশন

প্রকাশঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:৫২:৫১ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৪:৫৫:০০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি সদর উপজেলাধীন ৮নং পৌর ওয়ার্ডের অর্ন্তভুক্ত  চম্পকনগর এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জীবন পরিবার।

ডিসেম্বরের শুরুতে বসতবাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে স্বনামধন্য ব্যবসায়ী মোহাম্মদ আক্তার হোসেন (আক্তার সওদাগর) এঁর বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকান্ডের ফলে ৭টি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

জীবন ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র উপহার হিসেবে দেয়া হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু কাউসার, চম্পকনগর জামে মসজিদের ইমাম মাওলানা মাহতাব হোসেন। জীবন ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করেন সংগঠনের অর্থ সম্পাদক শুভ মন্ডল ও সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ ইমন।

জীবন এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী সাজিদ-বিন-জাহিদ (মিকি) জানান, "আমরা জীবন ইয়ুথ ফাউন্ডেশন এর সূচনালগ্ন এই চম্পকনগরে, তাই সামাজিক দায়বদ্ধতা ও অকৃত্রিম ভালোবাসা থেকেই আমরা এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছি। আমরা আশাকরি সবাই এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সহমর্মিতা প্রকাশ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।"

আগুন ব্যবস্থাপনা নিয়ে সামনে আরো সচেতনতামূলক প্রচারণা ও কর্মসূচীর প্রয়োজন বলে মতামত প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions