সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি অদ্য (৯ ডিসেম্বর) সোমবার সন্ধ্যায় গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মোঃ হাবীব আজমের স্বাক্ষরে ৫২ সদস্যের এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
পিসিসিপি নবগঠিত কমিটিতে আগামী এক বছরের জন্য নেতৃত্ব দিবেন সভাপতি হিসেবে মো: তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: মিজানুর রহমান।
পার্বত্য চট্টগ্রামের একমাত্র সন্ত্রাস ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনটির নবগঠিত এই কমিটি পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে নেতৃত্ব দানে ও বাংলাদেশের এক-দশমাংশ অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।