বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটি সরকারি কলেজে রাঙামাটি গণিত ক্লাবের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশঃ ০৯ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩৪:১৪ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০৬:৪৯:১১

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। ৯ ডিসেম্বর ২০২৪: গণিতের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ এবং গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে আজ রাঙামাটি সরকারি কলেজে “Mathematics in Life” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি ম্যাথ ক্লাব গণিত বিভাগের আয়োজনে এই সেমিনার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজের প্রধান ভবনের ২০৬ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়।


সেমিনারের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (BUET) গণিত বিভাগের অধ্যাপক এবং ইউনিভার্সিটি অব ব্রিস্টল, যুক্তরাজ্যের পিএইচডি স্কলার স্বনামধন্য গণিতবিদ . মো. আব্দুল হাকিম খান বলেন,  গণিত এমন একটি ভাষা, যা প্রকৃতি থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই প্রভাব বিস্তার করে। এটি আমাদের চিন্তা-ভাবনাকে গাণিতিক কাঠামোতে সাজাতে সাহায্য করে এবং বাস্তব সমস্যার সমাধানে একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেয়।তিনি আরও বলেন, “গণিতের প্রকৃত সৌন্দর্য এর যুক্তি এবং বিশ্লেষণের ক্ষমতায় নিহিত। এই ক্ষমতা শুধু পেশাগত জীবনে নয়, ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণেও অত্যন্ত কার্যকর।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “গণিতের প্রতি ভয় না পেয়ে এটি উপভোগ করতে শিখুন। গণিতের সৌন্দর্য চ্যালেঞ্জগুলো গ্রহণ করলে এটি আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।


স্বাগত বক্তব্যে গণিত বিভাগের শিক্ষক . মো. খলিলুর রহমান বলেন, “গণিতের সৌন্দর্য এবং এর বহুমুখী প্রয়োগ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান। আজকের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা গণিতের নতুন নতুন দিক আবিষ্কার করতে পারবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন শিক্ষকদের পরিষদের সেক্রেটারি শান্তনু চাকমা রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবু সৈয়দ চৌধুরী। বিশেষ বক্তব্যে প্রফেসর আবু সৈয়দ চৌধুরী বলেন, “গণিত হলো বিজ্ঞানের ভিত্তি, যা আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে প্রযুক্তির জগতে অভূতপূর্ব পরিবর্তন আনতে সহায়তা করে। আমি আশা করি, আজকের সেমিনার শিক্ষার্থীদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে।সেমিনারে সভাপতিত্ব করেন গণিত বিভাগের প্রধান জনাব দীপক কুমার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।


প্রধান বক্তা . আব্দুল হাকিম খান এর গণিতের সৌন্দর্য এর বহুমুখী ভূমিকা বিষয়ক আলোচনা থেকে শিক্ষার্থীরা গণিত নিয়ে নতুন ধারণা এবং প্রেরণা পেয়েছেন। বিশেষত প্রশ্নোত্তর পর্বটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।রাঙামাটি ম্যাথ ক্লাবের পরিচালক দীপক কুমার আচার্য বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করা। এই ধরনের সেমিনার ভবিষ্যতে আরও আয়োজন করা হবে।

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions