বুধবার | ২৫ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

প্রকাশঃ ০৯ ডিসেম্বর, ২০২৪ ০৯:০১:৪২ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০৯:১৭:২৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুল্লাহ, পুলিশ সুপার, ড. ফরহাদ হোসেন, দুর্নীতি দমন কমিশনরে সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তারা জীবন দিয়েছে নতুন বাংলাদেশের জন্য। তরুণ প্রজন্মের আত্মত্যাগ আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জের নাম দুর্নীতি।  রাজনীতি হচ্ছে করাপশনের হেড। রাজনীতি সংস্কার করতে পারলে রাষ্ট্র, সমাজ থেকে দুর্নীতি মূলৎপাঠন করা সম্ভব হবে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions