বৃহস্পতিবার | ২৪ অক্টোবর, ২০২৪

ছাত্রলীগ নেতাদের রাঙামাটি ছাড়তে ছাত্রদলের হুঁশিয়ারি

প্রকাশঃ ২৩ অক্টোবর, ২০২৪ ০৯:৫০:৪১ | আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ ০১:২৫:২৩

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে রাঙামাটিতে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদল। এসময় তারা 'আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে দেশ বিরোধী' ষড়যন্ত্রের অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে কর্মসূচি থেকে দ্রুত ছাত্রলীগের নেতাকর্মীদের রাঙামাটি ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।

 

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে মশাল মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপায় গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিল শেষে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে আলী আকবর সুমন বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগের দোসরা প্রশাসনসহ পাড়া-মহল্লায় অবস্থান নিয়ে ষড়যন্ত্র করছে। অবিলম্বে সকলকে রাঙামাটি ছেড়ে চলে যাওয়ার আহবান জানাচ্ছি।  অন্যথায় ছাত্রদলের নেতাকর্মীরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ছাত্রলীগকে ধরে আইনের কাছে সোপর্দ করবে।

 

এছাড়াও সমাবেশে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল মতিন নান্টু, হাসান চৌধুী সুমন, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বশর আজম, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জসিম উদ্দিন, কাপ্তাইয়ের কর্ণফুলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আল মামুন অপু, শরিফুল ইসলাম শাকিল, খোরশেদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে থেকে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু হাসিনার পক্ষ নিয়ে নানান ষড়যন্ত্র করছে। দ্রুত রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions