উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর ২০২৪-২০২৫ অর্থ বছরে ২য় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ১৫ ইটভাটায় অভিযান, সাড়ে ৮ লাখ টাকা অর্থদণ্ড বান্দরবানে চুরির মামলার আসামী গ্রেফতার , স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার এফপিএবি’র উদ্যোগে নির্যাতিত গর্ভকালীন মহিলাদের আর্থিক অনুদান প্রদান সমাজের উন্নয়নে যুব সমাজকে আরো এগিয়ে আসতে হবে : মো.সাইফুল ইসলাম
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ার লক্ষ্যে দেশনায়ক জনাব তারেক রহমানের বার্তা নিয়ে পরিবেশ বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে রাঙামাটি সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, রাঙামাটি সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা মহোদয়, অর্থনীতি বিভাগীয় প্রধান প্রফেসর মনোয়ার কবির, দর্শন বিভাগের নবনিযুক্ত সহযোগী অধ্যাপক সোহেল আহমেদ, বোটানী বিভাগের দক্ষ বেয়ারার মোঃ আব্দুল গফুর সহ রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।