শনিবার | ২৩ নভেম্বর, ২০২৪

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে বার্মিজ গরু ও মহিষ জব্দ করলো বিজিবি

প্রকাশঃ ১০ অক্টোবর, ২০২৪ ০২:৫৮:২৮ | আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ ১১:০৬:৪১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৬ লক্ষাধিক টাকা মূল্যের ৮টি বার্মিজ গরু ও ৯টি মহিষ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি)।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,  ৯ অক্টোবর (বুধবার) বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকা ফুলতলী, লেম্বুছড়ি, জারুলিয়াছড়ি এবং ভালুখাইয়া বিওপির টহলদল তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এই ৮ টি বার্মিজ গরু ও ৯টি মহিষ জব্দ করতে সক্ষম হয়েছে। এর মধ্যে ফুলতলী বিওপির টহলদল ০৩টি গরু ও ৩টি মহিষ, লেম্বুছড়ি বিওপির টহলদল ৫টি মহিষ, জারুলিয়াছড়ি বিওপির টহলদল ৩টি গরু এবং ভালুখাইয়া বিওপির টহলদল ২টি গরু ও ১টি মহিষ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত গবাদি পশুর আনুমানিক সিজার মূল্য ১৬ লক্ষাধিক টাকা।

জব্দকৃত গবাদিপশু স্থানীয় কাস্টমসে জমা করার কার্যক্রম ও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম ।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions