সোমবার | ১৪ অক্টোবর, ২০২৪

সাংবাদিক রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত কামনায় বান্দরবানে শোকসভা

প্রকাশঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০২:২৫:২৭ | আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ ০২:২৫:৪২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বিএফইউজের সভাপতি কারা নির্যাতিত মজলুম সাংবাদিক নেতা ও সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া মাহফিল ও শোকসভা করেছে বান্দরবানের কর্মরত সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের মিলনায়তনে এ দোয়া মাহফিল ও শোকসভা করা হয়।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক নেতা ও সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছেন। তিনি আন্দোলন সংগ্রাম করে জেলও খেটেছেন। এসময় সকলে তার সকল গুনাহ মাফ করে বেহেশতে নসিব করার জন্য দোয়া করেন ও তার পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানান।  

দোয়া মাহফিল ও শোকসভায় উপস্থিত ছিলেন বান্দরবান বনরুপা পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল আওয়ালসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions