মঙ্গলবার | ২৪ ডিসেম্বর, ২০২৪

রাজস্থলীতে বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান নিখোঁজ, থানায় জিডি

প্রকাশঃ ২৬ অগাস্ট, ২০২৪ ০৭:৫৩:৪৭ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:১৩:০৪

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির রাজস্থলী উপজেলার নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান উপজেলা কৃষকলীগের সভাপতি আদোমং মারমা নিখোঁজ রয়েছেন। রোববার (২৫ আগস্ট) দুপুর ১২টা থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনায় রাতে চন্দ্রঘোনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

 

পারিবারিক সূত্র জানিয়েছে রোববার সকাল ১০টার দিকে বাসা থেকে রাজস্থলী যাওয়ার জন্য বের হন আদেমাং মারমা। এরপর তিনি আর ফেরেননি। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ রয়েছে।

 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, রোববার রাতে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছে নিখোঁজ চেয়ারম্যানের পরিবার। আমরা তার খোঁজে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions