উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর ২০২৪-২০২৫ অর্থ বছরে ২য় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ১৫ ইটভাটায় অভিযান, সাড়ে ৮ লাখ টাকা অর্থদণ্ড বান্দরবানে চুরির মামলার আসামী গ্রেফতার , স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার এফপিএবি’র উদ্যোগে নির্যাতিত গর্ভকালীন মহিলাদের আর্থিক অনুদান প্রদান সমাজের উন্নয়নে যুব সমাজকে আরো এগিয়ে আসতে হবে : মো.সাইফুল ইসলাম
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আদোমং মারমা নিখোঁজ রয়েছেন। রোববার (২৫ আগস্ট) দুপুর ১২টা থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় রাতে চন্দ্রঘোনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।
পারিবারিক সূত্র জানিয়েছে রোববার সকাল ১০টার দিকে বাসা থেকে রাজস্থলী যাওয়ার জন্য বের হন আদেমাং মারমা। এরপর তিনি আর ফেরেননি। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ রয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, রোববার রাতে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছে নিখোঁজ চেয়ারম্যানের পরিবার। আমরা তার খোঁজে চেষ্টা চালিয়ে যাচ্ছি।