মঙ্গলবার | ২৪ ডিসেম্বর, ২০২৪

বন্যার্তদের অর্থ দিয়ে পাশে দাঁড়ালো লংগদু ইসলামী আন্দোলন

প্রকাশঃ ২৪ অগাস্ট, ২০২৪ ০৪:৫২:৩৯ | আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৬:১৭:০৫

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। বিরামহীন টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়েছে মাইনী নদী কাপ্তাই হ্রদের। ফলে পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সপ্তাহজুড়ে বৃষ্টিপাত থাকায় স্থিতিশীল রয়েছে লংগদুর বন্যার পরিস্থিতি। উপজেলার প্রতিটি ইউনিয়নে বিচ্ছিন্ন ভাবে প্রভাব পড়ছে বন্যার। ফলে খেটে খাওয়া দিনমজুর সাধারণ হাজারো মানুষ পানি গৃহবন্দি হয়ে পড়েছে। বন্যার্তদের এমন দূরাবস্থায় পাশে দাড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অঙ্গ সহযোগী সংগঠনের লংগদুর নেতৃবৃন্দরা।

 

শনিবার (২৪ আগস্ট) বিকাল ৩টায় উপজেলার আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারংছড়ি লেমুছড়ি এলাকার পাহাড়ি বাঙালি অর্ধশতাধিক পরিবারের মাঝে অর্থ প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

 

এসময় ৫০টি বন্যার্ত পরিবারকে পাঁচশত করে পঁচিশ হাজার টাকা, স্থানীয় একটি মাদ্রাসায় দুই হাজার টাকা একটি মসজিদে এক হাজার টাকা সহ মোট আটাশ হাজার টাকা অনুদান প্রদান করেন তারা।

 

অর্থানুদান বিতরণকালে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা শাখার বাংলাদেশ মুজাহিদ কমিটির  মুজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল মান্নান, যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আলী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি এম জাহিদ বিন খলিল সহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীগণ।

 

বন্যাদুর্গতদের উদ্দ্যেশে লংগদু শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি এম জাহিদ বিন খলিল বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা  কেন্দ্রে জানিয়ে আবারো ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো হবে।

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions