রাঙামাটির লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র কমিটি গঠন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিজ জেলাতে সংবর্ধনার দিনেও ঋতুপর্ণার হতাশা- কেউ কথা রাখেনি সাফ বিজয়ী পাহাড়ী কন্যাদের সংবর্ধনা দিলো জেলা প্রশাসন বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ২জন নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে বান্দরবানে শুরু হলো ক্রীড়া মেলা
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খঅগড়াছড়ি) খাগড়াছড়ির
মহালছড়িতে বন্যার্তদের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
গত কয়েক দিনের টানা ভারী বর্ষণের কারণে চেঙ্গী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে, যার ফলে মহালছড়ি উপজেলার পাকিজাছড়ি, জামতলি এবং মাজিস্ট্রেট পাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এই বন্যার ফলে স্থানীয় জনগণ চরম দুর্ভোগে পড়ে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়।
এমন পরিস্থিতিতে, ২৩ আগস্ট শুক্রবার মহালছড়ি জোনের উদ্যোগে পাকিজাছড়ি, জামতলি, ও মাজিস্ট্রেট পাড়ার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ সালেহ আল হেলাল, পিএসসি, ক্যাম্প কমান্ডারদের সাথে নিয়ে জোন কমান্ডারের পক্ষে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
ত্রাণ হিসেবে চিড়া, মুড়ি, গুড়, খেজুর, বিস্কুট, মোমবাতি এবং ওরাল স্যালাইনসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ১০০টি পরিবারের (পাহাড়ি ও বাঙালি) মাঝে বিতরণ করা হয়।
এখানে উল্লেখ্য যে গত ২২ শে আগস্ট তারিখেও মহালছড়ি জোন কর্তৃক ১৫০ এর বেশি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।