বুধবার | ২৫ ডিসেম্বর, ২০২৪

বাঘাইছড়ির সাজেকে বন্যার্তদের পাশে সেনাবাহিনী

প্রকাশঃ ২২ অগাস্ট, ২০২৪ ০৫:১৩:১৫ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০১:০৫:৫৪

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২২ আগস্ট) সেনাবাহিনীর বাঘাইহাট জোন বাঘাইহাট বাজার এলাকার কয়েকটি গ্রামে পানিবন্দি দুই শতাধিক পারিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করে।


এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল আমিন, টুআইসি মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, ৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা, ইউপি সদস্য দয়াধন চাকমা সংরক্ষিত ইউপি সদস্য সুমিতা রানী চাকমা, সাজেক থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

খাবার সামগ্রী বিতরণকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল আমিন বলেন, ‘পানিবন্দি দুস্থ, গরিব অসহায় দিনমজুরদের পাশে থাকতে পেরে খুবই আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন সব সময় দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। তাই আমাদের সকলকে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে। বর্তমানে আবহাওয়া নিম্নচাপ হওয়ার ফলে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে, তাই যারা পাহাড়ের উঁচুতে বসবাস করেন আপনার সকলে নিরাপদ স্থানে অবস্থান করুন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions