বুধবার | ২৫ ডিসেম্বর, ২০২৪

সেনাবাহিনীর সহায়তায় সড়কের মাটি সরিয়ে সাজেকে যানচলাচল স্বাভাবিক

প্রকাশঃ ২২ অগাস্ট, ২০২৪ ০৪:৩০:২৭ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫:৩৭

সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাহাড় ধসে  বাঘাইহাটের সাথে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ভোররাতে ভারী বৃষ্টিপাত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে  সাজেক  সড়কের  ডাব-আদম  এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পরে।

 

ঘটনায় কোন ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও সকাল থেকে পথে সকল ধরনের যানচলাচল বন্ধ রয়েছে।

 

এদিকে, পাহাড় ধসের খবর পেয়েই ভোর থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। রাস্তা পরিষ্কারের কাজে আরো সহযোগিতা করেন সাজেক কটেজ মালিক সমিতির সহ সভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয় এর নেতৃত্বে বিভিন্ন রিসোর্টের ম্যানেজার, স্টাফ এবং স্থানীয় জনগন। মেজর তালুকদার  অনন্ত ইবনে আলম, ক্যাম্প কমান্ডার, মাসালং আর্মি ক্যাম্প পুরো কাজ তদারকি করেছেন। পরবর্তীতে বিকাল ০৫:১০ ঘটিকা থেকে  যান চলাচল স্বাভাবিক হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions