মঙ্গলবার | ২৪ ডিসেম্বর, ২০২৪

নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অমর জীবন চাকমাকে কারাগারে প্রেরন

প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৪ ০৪:৫৩:০১ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৮:০২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ৪টি হত্যা মামলা ও ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন নামঞ্জুর করে রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অমর জীবন চাকমাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে জেলা দায়রা জজ আদালত। 

দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক  সহিদুল ইসলাম জামিন নামন্জুর করে জেলহাজতে প্রেরণের এ আদেশ দেন।

৫ টি মামলায় আত্মসমর্পন করে জামিনের জন্য আবেদন করেন অমর জীবন চাকমা। 

নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অমর জীবন চাকমার বিরুদ্ধে  ২০০৭ সালে বিশেষ ক্ষমতা আইনের জাল নোট ৫শ টাকার ১০১টি নোট রাখার অপরাধ, ২০১৮ সালে  ইউপিডিএফ গণতান্ত্রিক কর্মী শান্তি চাকমা হত্যা, ২০১৮ সালে লংগদুতে জংগলী চাকমা হত্যা, ২০১৮ সালে শক্তিমান চাকমা, ২০১৮ সালে কালোময় চাকমা হত্যার মামলার আসামী তিনি। 

অমর জীবন চাকমার আইনজীবী ঊষাময় খীষা বলেন, অমর জীবন চাকমা সকল মামলায় হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পন করে জামিন চাওয়া হয়। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions