বুধবার | ২৫ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটির তবলছড়িতে হ্রদের পানিতে ডুবে ২ কিশোরের মৃত্যু

প্রকাশঃ ২৬ জুলাই, ২০২৪ ০৬:৫২:৫১ | আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৪:১৫:৪২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা শহরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার তবলছড়ি আর্ট কাউন্সিল কলোনী এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহতরা হলেন- তবলছড়ি মাস্টার কলোনী এলাকার বাবুল চৌধুরীর ছেলে অর্ণব চৌধুরী (১৫), অমিত সাহার ছেলে এডিশন সাহা (১৬)।

এ ঘটনায় শিবম দাশ (১৫) নামে এক কিশোরকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। শিবম ওই এলাকার নয়ন দাশের ছেলে।

জানা গেছে, শুক্রবার দুপুরে আর্ট কাউন্সিল কলোনী সংলগ্ন কাপ্তাই হ্রদের পানিতে গোসল করতে নামে অর্ণব, এডিশন ও শিবম। কিন্তু তাদের কেউই সাঁতার জানতো না। গোসল করতে নেমে এক পর্যায়ে তিন জনই হ্রদের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তিন জনকে পানি থেকে উদ্ধার করেন।

উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক অর্ণব ও এডিশন সাহাকে মৃৃত ঘোষণা করেন। অন্যদিকে, শিবম দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জোবাইদা আক্তার দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions