বান্দরবানে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান মহালছড়িতে জমকালো আয়োজনে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট শুরু পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হলেন অনুপ কুমার চাকমা মহালছড়ি ক্যায়াংঘাট নতুন বাজার বে:প্রা: বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন রাবিপ্রবির ভিসির সাথে স্থানীয় প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। আজ ২০ই জুন (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ এর সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু করে বাঘাইছড়ি প্রেস ক্লাবের সামনে এসে শেষ করে বাঘাইছড়ি প্রেস ক্লাবে আলোচনা সভার মধ্য দিয়ে কেক কেটে ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ সময় যায়যায়দিন পত্রিকার প্রত্রিকার বাঘাইছড়ি প্রতিনিধি ও বাঘাইছড়ি প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আবু নাছের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দিলীপ কুমার দাস, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম, বাঘাইছড়ি প্রেস ক্লাবের আজীবন সদস্য ও কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জাগরন প্রত্রিকার বাঘাইছড়ি প্রতিনিধি আবদুল মাবুদ, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মহিউদ্দিন ডেইলি বাংলাদেশ টুডে প্রত্রিকার বাঘাইছড়ি প্রতিনিধি মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক রাংগামাটি প্রত্রিকার বাঘাইছড়ি পৌর প্রতিনিধি সালাউদ্দিন শাহীন, প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক কালবেলা প্রত্রিকার বাঘাইছড়ি প্রতিনিধি আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক পর্যবেক্ষন প্রত্রিকার বাঘাইছড়ি প্রতিনিধি, প্রেস ক্লাবের সদস্য ও আর টিভি বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, প্রেস ক্লাবের সদস্য দৈনিক গণমুক্তির বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি মোঃ ইব্রাহীম প্রমুখ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কেটে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।