মঙ্গলবার | ২১ জানুয়ারী, ২০২৫

নাঈম-এর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সাজেকে কর্মসূচি ঘোষণা

প্রকাশঃ ১৮ জুনe, ২০২৪ ০৫:০৭:৪৬ | আপডেটঃ ২১ জানুয়ারী, ২০২৫ ০৩:০৬:৩৭

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় বাঘাইহাটে গুলিতে নিহত মোঃ নাঈম-এর হত্যাকারীদের গ্রেফতার-শাস্তি ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়ার দাবিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।


আজ বিকেলের দিকে সাজেকের উজো বাজারে অনুষ্ঠিত জনতার একটি সমাবেশ থেকে কমিটির সদস্য সচিব সাজেক ইউনিয়ন কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সাজেক গণ অধিকার রক্ষা কমিটি নামে একটি সংগঠন গঠনের আগামীকাল কালো ব্যাজ ধারণ, শোক সমাবেশ বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।


তিনি বলেন আজ ঠ্যাঙাড়েদের নির্বিচার গুলিতে শান্তি পরিবহণের হেলপার মোঃ নাঈম নিহত বেশ কয়েকজন পাহাড়ি বাঙালি আহত হয়েছেন।


তিনি অবিলম্বে খুনীদের গ্রেফতার-শাস্তির দাবি জানিয়ে বলেন, গত জুন থেকে ঠ্যাঙাড়েরা বাঘাইহাটে সশস্ত্রভাবে অবস্থান জনগণের ওপর জুলুম করলেও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হয়নি।


নতুন জয় চাকমা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions