বুধবার | ২৫ ডিসেম্বর, ২০২৪

এপেক্স ক্লাব অব বান্দরবানের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ০১ ডিসেম্বর, ২০২৩ ০৩:৩১:৩০ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৫১:৫২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। এপেক্স ক্লাব অব বান্দরবান এর ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান সদরের তং রির্সোটে এপেক্স ক্লাব অব বান্দরবান এর ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় এপেক্স ক্লাব অব বান্দরবান এর চেয়ারম্যান এপেক্সসিয়ান দিলীপ কুমার বড়ুয়া এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মো.সামসুল ইসলাম।

সভায় এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর জাতীয় প্রেসিডেন্ট এপেক্সসিয়ান মো.আব্দুল মতিন শিকদার, ইন্টারন্যাশনাল কো-অডিনেটর এপেক্সসিয়ান সাইম টিপু, এপেক্সসিয়ান মো. নুরুল আমীন চৌধুরী আরমান, এপেক্সসিয়ান হাবিবুর রহমান, এপেক্সসিয়ান মো. আলী, এপেক্সসিয়ান রাজু বড়ুয়া, এপেক্সসিয়ান ফিলিপ ত্রিপুরা, এপেক্সসিয়ান বাবলা বৈদ্য, এপেক্সসিয়ান নিনিপ্রু, এপেক্সসিয়ান মোজাম্মেল হক, এপেক্সসিয়ান বিনা পানী চক্রবর্ত্তীসহ এপেক্স ক্লাব অব বান্দরবানের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এপেক্স ক্লাব অব বান্দরবান এর ২০২৪ সালের নতুন কমিটির প্রেসিডেন্ট হিসেবে এপেক্সসিয়ান বাবলা বৈদ্য, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে এপেক্সসিয়ান নিনিপ্রæ এবং সেক্রেটারি পদে এপেক্সসিয়ান মোজাম্মেল হককে নির্বাচিত করা হয়।

এসময় এপেক্স ক্লাব অব বান্দরবান এর প্রতিনিধিরা বান্দরবানের কৃতি সন্তান চৈতি বড়ুয়া কে ৪০তম বিসিএস এ নন ক্যাডারের সুপারিশকৃত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হওয়ায় এবং এপেক্স ক্লাব অব বান্দরবান এর চেয়ারম্যান এপেক্সসিয়ান দিলীপ কুমার বড়ুয়া’র একমাত্র কন্যা প্রনমী বড়ুয়া বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর হওয়ায় তাদের দুজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান পৌরসভার মেয়র মো.সামসুল ইসলাম বলেন, এপেক্স ক্লাব অব বান্দরবান বান্দরবানবাসীর কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। দু;স্থ ও অসহায়দের নানা ধরণের সহযোগীতার পাশাপাশি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে এই সংগঠন অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions