বুধবার | ২৫ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটিতে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার

প্রকাশঃ ৩০ নভেম্বর, ২০২৩ ০৩:৪২:৫৮ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ১০:০৩:৫৩

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এমপি আজ সকালে মনোনয়নপত্র জমা দিয়েছেন


বৃহস্পতিবার সকাল ১১টা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ নিয়ে রাঙামাটি জেলা প্রশাসক রির্টানিং অফিসার মোশারফ হোসেন খানের হাতে মনোনয়নপত্র জমা আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এমপি


 এসময় তার সঙ্গে সাবেক মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সহ সভাপতি অংসুই প্রু চৌধুরী , সাবেক পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা , বৃষকেতু চাকমা , সাবেক পৌর চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, পৌর আওয়ামীলীগ সভাপতি মো: সোলাইমান চৌধুরী, সাধারন সম্পাদক মনছুর আলীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন


মনোনয়নপত্র জমা দেয়ার দীপংকর তালুকদার বলেন, আওয়ামীলীগ সরকার পার্বত্য চট্টগ্রামে বিগত ১৫ বছরে যে উন্নয়ন করেছে তা আজ দৃশ্যমান, আমি বিশ্বাস করি জনগন আবারো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জানুয়ারী নৌকা মার্কায় তাদের ভোট প্রদান করবেন মনোনয়ন পত্র জমা দেয়ার আগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করা হয়

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions