প্রকাশঃ ১২ নভেম্বর, ২০২৩ ০৭:১৩:০১
| আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৪:৪৪:২০
নানা আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় রাঙামাটিতেও উদযাপিত হচ্ছে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। যা কালী পূজা নামেও অধিক পরিচিত। রবিবার সন্ধ্যায় মঙ্গলালোকে সজ্জিত চারপাশ, মধ্যরাতেচলে শক্তির দেবী কালীর আরাধনা। আতশবাজি থেকে আলোরমালা, মোমবাতি, চিরায়ত মাটির প্রদীপের উজ্জ্বলে অশুভ শক্তির পরাজয় আর শুভ শক্তির বিজয়ের লক্ষ্যে একই সঙ্গে পালিত হয়েছে দীপাবলিও।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস; দুষ্টের দমন ও শিষ্টেরপালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামার। তাই শ্যামা দেবী শান্তি, সংহতিও সম্প্রীতি প্রতিতষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের প্রতীক। অধিকাংশ দেব-দেবীর পূজা দিনে হলেও শ্যামা পূজা হয় রাতে। কার্তিক মাসের অমবস্যা তিথিতে এ পূজা হয়ে থাকে
।
অশুভ শক্তির পরাজয় আর শুভ শক্তির বিজয়ের লক্ষ্যে বাড়ীর আঙ্গিনা ও প্রধান দরজার সামনে মোমবাতি ও প্রদীপ জ¦ালিয়ে পালন করছে শ্যামা পূজা ও দ্বীপাবলি উৎসব।
ছবি ও প্রতিবেদন-লিটন শীল। ১২-১১-২০২৩ইং