লংগদুর আর্য্যগিরি বনবিহারে সেনাবাহিনীর অনুদান
প্রকাশঃ ১০ নভেম্বর, ২০২৩ ০৪:৫০:৫৮
| আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩:৪৯
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম উৎসব কঠিন চীনর দান। যা ধারাবাহিক ভাবে বিভিন্ন বন বিহারে বিভিন্ন সময় অনুষ্ঠিত হয়ে থাকে। তদ্রæপ গত ৯ নভেম্বর বৃহস্পতিবার থেকে লংগদু উপজেলার ডানে আটরকছড়া আর্য্যগিরি বন বিহারে দুই দিন ব্যাপী কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১০ নভেম্বর) মাইনীমূখ আর্মি ক্যাম্পে জোন কমান্ডার লে. কর্নেল হিমেল মিয়ার নির্দেশে জোনের পক্ষ থেকে ডানে আটরকছড়া আর্য্যগিরি বৌদ্ধ বিহারে মেজর রিফাতুজ্জাকের উপস্থিতিতে মেজর খালেদ নগদ পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় ডানে আটারকছড়া আর্যগিরি বৌদ্ধ বিহারের পক্ষে অনুদান গ্রহণ করেন কিনারাম চাকমা।