বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর, ২০২৪

লংগদুতে অবৈধ কাঠ জব্দ করেছে বিজিবি

প্রকাশঃ ০৮ নভেম্বর, ২০২৩ ০২:৩৮:১৭ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০৩:০২:২৮

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)রাঙামাটির লংগদুতে অবৈধ উপায়ে পাচারকালে ১৫৫ ঘনফুট গোল গামারী কাঠ জব্দ করেছে রাজনগর জোন ৩৭ বিজিবি। যার বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা

 

বিজিবি সূত্র জানা গেছে, মঙ্গলবার ৩৭ বিজিবির জোনের আওতাধীন চুরুয়াখালী কবিরপুর ৯নম্বর ওয়ার্ড নামক এলাকায় বনাঞ্চল থেকে কাঠ কেটে চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে নদীর পানির নিচে লুকিয়ে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলমের দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল রাতের বেলায় উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে

 

পরিচালিত অভিযানে উক্ত স্থান হতে ১৫৫ ঘনফুট গামারী কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠগুলো পাবলাখালী ফরেস্ট অফিসে হস্তান্তর মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

 

এবিষয়ে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions