মঙ্গলবার | ২৪ ডিসেম্বর, ২০২৪

বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে রাঙামাটি রিজিয়নের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশঃ ১৮ মে, ২০২৩ ০২:৫৬:১৬ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:৪১:২৬

সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি)রাঙামাটি জেলার  বিলাইছড়ি উপজেলায়  নং কেংড়াছড়ি ইউনিয়নে গত মে ২০২৩ ইং তারিখে কেংড়াছড়ি বাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী  রাঙামাটি রিজিয়ন কর্তৃক নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৮ মে) কেংড়াছড়ি বাজার প্রাঙ্গনে বিলাইছড়ি জোনের আয়োজনে সেনা রিজিয়নের পক্ষে উপস্থিত থেকে   এইসব অর্থ সহায়তা প্রদান করেন ৩২ বীর বিলাইছড়ি সেনা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার বিএ-৭৭০৯ মেজর মোঃ রেজাউর রহমান, পিপিএম, পিএসসিএসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা এবং উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা। 

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা( রাসেল), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সাইদুল ইসলামসহ গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। 

 

 

এতে সেনা রিজিয়ন কমান্ডারের মানবিকতায় ৫০ পরিবারের মাঝে প্রতি পরিবার ১০ হাজার টাকা করে মোট লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়েছে

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions