বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদেশি নাগরিক আটক

প্রকাশঃ ২৯ মার্চ, ২০২৩ ০৪:৪১:৫৪ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০৬:৩৪:৪১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে সন্দেহভাজন এক নেপালি নাগরিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকা চাকঢালা আমতলি মাঠ ৬নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নেপালি নাগরিকের নাম অম্বর থাপা বুরা (২৪) , তিনি নেপালের কর্ণালী প্রদেশের যাযার কোর্ট জেলার জ্ঞান গোগি গ্রামের বাসিন্দা দর্জিদ বুড়া থাপার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা বিওপি ৪৪নম্বর পিলারের ১নম্বর ১এস হইতে আনুমানিক ১ কিলোমিটার পশ্চিমে চাকঢালা বিওপি হইতে আনুমানিক আড়াই কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকে বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে বিজিবি। পরে জিজ্ঞাসাবাদে নেপালের নাগরিক পরিচয় প্রদান করায় তাকে নাইক্ষ্যংছড়ি থানায় সোর্পদ করে বিজিবির সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, অবৈধভাবে অনুপ্রবেশ এর অপরাধে আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions